সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার বউ

***বেশ কয়েকদিন আগে পোষ্টটা ফেবু সুডুতে দিয়েছিলাম। অনেক কমেন্টে ভেসে গিয়েছিলাম। সেই কথাগুলো হটাত মনে পড়লো। তাই শেয়ার করা। রুবেল ভাই এর কাছে আনুরোধ থাকবে সুডু গ্রুপ থেকে আমার পোষ্টটা খুজে লিকঙ্কটা আমাকে দিবেন পিলিজ লাগে। আমি সেই জুলাই মাসের পোস্টটা পাচ্ছিনা। গ্রুপে টাইম লাইন না থাকায় অনেক কষ্ট সেটা বুঝলাম। হাহাহা।*** কিছু পারসোনাল কথা শেয়ার করিঃ আমার বউ আমাকে যেদিন জিগায় আমার পূর্বের প্রেমের কথা আমি তাকে নিরাশ করি নাই-সব কই দিছি। এরকম সৎ সাহস কয় জনের আছে? -আমাগো যেদিন আংটি বদল হয় সেদিন আমার বউ আমাকে বলে তোমার প্রাক্তন প্রেমিকাকে জানাও নাই তোমার যে আজ আংটি বদল হচ্ছে? -আমি বলি না -ও বলে কি বলে কি বলে ফোন দাও? আমার কাছে নাম্বার ছিল না সেই কবে ডিলিট করে দিছি। মনেই করতে পারতেছিলাম না বউ যে আমার লগে প্রথম রাইতেই মজা লইতেছে বুঝতেছিলাম, যাই হোক পিড়াপিড়িতে ফোন নাম্বার জোগার করা হইলো। আমি তো ফোনই দি না জোর করে ও নিজেই ডায়াল করে বসে। ফোনটা ধরে প্রাক্তন প্রেমিকার মা। আহা-আমি আমার বউকে ফোনটা দিয়া বলি কথা কউ ওর মা ধরসে। ও নিজে হাসতে হাসতে শেষ। যাই হোক প্রাক্তন...

নাম প্রকাশে অনিচ্ছুক

ফাইজার মোবাইলটা হটাত করে ভাইব্রেশানে কাপিয়ে দিয়ে যায় বালিশটা, অপরিচিত নাম্বার থেকে একটা এসএমএস- ভোর সাড়ে ৬টায় মর্নিং ওয়াকে যাবো সিআরবি হিলের কাছে, অনেক দিন তোকে নিয়ে হাটতে বের হই না, যাবি? নাহ ফাইজা চিনতে পারে না নাম্বারটা কার, নতুন হ্যান্ডসেট নিবার পর থেকে আগের ফোনের নাম্বারগুলো সেভ করা হয়নি, অপরিচিত নাম্বার থেকে এসএমএস আসলেও কথাগুলো মনে হচ্ছে কত কাছের কেউ পাঠালো। এরকম চিন্তা আসার কারনটা কি? না এরকম তো হবার কথা না, ও তো আরো ৬ বছর আগেই চলে গিয়েছে, লাইফের হিসাব নিকাশ না চুকিয়ে। এভাবে কোনদিন আমাকে এসএমএস দিবে-হতেই পারে না আশাও করি না। আবার এসএমএস টা দেখে ভাবে গিয়ে দেখবো কি সকালে কে সে? ভাবছে এসএমএস এর উত্তর কি দিব? বলবো নাকি- বল কই আসবো, নাকি সিআরবিতেই থাকবো? কিসব চিন্তা ধুর এর চেয়ে ঘুমিয়ে নি, সাজ সকালে নামাজে উঠলে দেখবো নে। নামাজের জন্যে উঠে দেখে আরেকটা এসএমএস!! একই নাম্বার। ভোরেই ঘর থেকে বের হয় একটা চাদর নিয়ে, কুয়াশাও কম না। ঠান্ডাও পড়ছে অনেক। রাস্তার ধারে মানুষজন কিভাবে ঘুমায় দেখে নিয়ে মনের অজান্তেই ভাবে আল্লাহ আমাকে আর কিছু না দিক ২ জন মানুষ দিয়...