সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যাংকের চাকরি ছাড়া আর কোন চাকরি চাকরিই না

এমবিএ শেষ করার পর থেকেই বাসা থেকে প্রায় প্রতিদিন কিছু কথা শুনে শুনে মানসিকভাবে সিক হয়ে যাচ্ছি বেশি। দেশের জায়ান্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে ১৩০০ দিন কাজ করার পর ২ মাস রেস্ট নিলাম , সাথে করে এমবিএ শেষ করলাম এরই সাথে সাথে ফ্রিন্যান্স কাজও করলাম। আর এখন নতুন কোম্পানীতে চাকরি পাবার পর আরো কথা বেশি শুনতে থাকলাম। এর পর সেটাও ছেড়ে আবার আরেকটা গ্রুপ অফ কোম্পানিজে ঢুকলাম , মনে করছি হয়তো এবার কিছু কথা শুনা কমবে , বাট কিয়ের কি ? ৬ মাস যাবার আগেই বাসায় ঘ্যান ঘ্যান! অমুকের পোলা ব্যাংকে ৬০/৭০ হাজার কামায়! আর তুই ? বিয়া করে বউ চালাবি কেমনে ? এখনকার মাইয়ারা চিনে টাকা , ব্লা ব্লা ব্লা. মেইন কথা হইলো এবার ভালো স্যালারী না হলে বউ টিকবে না! শালার ৬ মাস কাজ করেই নিজের স্যালারির ইনক্রিমেন্ট হল ৭০০০ টাকা , এডি চোখে পড়ে না! এমন না যে ব্যাংক এর জন্যে ট্রাই করি নাই , এক সময় ফেড আপ হয়ে গিয়েছি এপ্লাই করতে করতে ইন্টারভিউ রিটেন দিতে দিতে। যারা সেইখানে করে চাকরি তাদের লাইফ তো দেখি , আমার সেটা ভালো লাগে না! টাকার জন্যে লাইফ কেনো নস্ট করবো ? এটাই আমার কথা। ব্যাংকে ভালো চাকরি , ভালো টাকা , সাথে বিয়...

ক্ষয়া চোখে ভুলের বিন্যাস নিভু স্বপ্নবাতিটা

তোমার নাম মুখেও নিতে চাই না তাই নাম না নিয়েই শুরু করলাম। হিসাব নিকাশ মিলাতে মিলাতে রাত ২/৩টা বেজে গেছে। লাইফের হিসাব নিকাশ এখন করি না বা মিলানোর চেষ্টাও আসে না। মনে অভিমান থাকলেও মুখে হাসি রেখে দিন পার এই আর কি। স্বপ্নের কথাগুলো মনে করে কষ্ট পাই না। কেউ পায় কিনা সেটাও জানি না। আমি জেনেই বা কি করবো ? আবেগে আবার কান্নাও আসে না। ভুলে গিয়েছিলাম , বার বার জ্বালাতন না করেই , দিন যার যার তার তার মতন পার করে দিচ্ছিলাম। স্বপ্নকে লাথি মেরে সেই কবেই সৈকতে ফেলে দিয়ে এসেছি আর সাথে সব ভাল লাগাকে বালিচাপা দিয়ে ভাসিয়ে দিয়েছি মনেই পড়ছেনা। চুনখসা দেয়াল থেকে সুখ খসে আজ দুঃখের সাগরে আমি। বৃষ্টির জন্য সামনের বিশাল লন না , ছাদ চুইয়ে পড়া পানির ছিটেফোটা দেখলেই মেজাজ আর ধরে রাখতে পারি না। রিকশায় ভিজছি তোমাকে নিয়ে। রিকশায় ভেজা বোধহয় প্রচন্ড রোমান্টিক কোন ব্যাপার ছিল , মনে হয়েছিল। প্রেমে আমি অনেক কাচা ছিলাম একসময় , আমাকে প্রনয় শিখিয়ে কিছু পথ পর নিজেই ভেসে গেলে। আস্তে আস্তে চলা জীবন রিকশায় তুমি কিছুটা ক্ষন বসে ছিলে , খারাপ লাগে নি মোটেও। আমার কিছুটা সময় লেগেছে সব কিছু বুঝে উঠতে। আমাকে এড়িয়ে তোমার আকা...