পরিবার মানে আমরা বাবা মা ভাই বোনকে নিয়ে বুঝিয়ে থাকি, পরিবারটা সুখের হয় যখন রেস্পেক্ট থাকে ভালবাসা থাকে। মেয়ের বিয়ের বেলায় বাবা মায়ের অনেক দায়িত্ব, অনূরুপ ছেলেকে বিয়ে করাতে গেলেও হাজার চিন্তা।
এখনকার ছেলে মেয়েদের পছন্দ থাকে, অনেকের থাকে না, আমি মনে করি যার থাকে না সে অভাগা।
জীবনে ১বার প্রেম করে হারিয়েছি, ২য় বার আর সেই পথে পা মাড়াইনি।
নাহ, সেটা মনে হয় আমার দ্বারা হবে না করতে করতে ২য় বার আবারো সেই ভালো লাগা। নাহ এটাকে প্রেম বলবো না-
৬মাসে ১ বছরে দেখা, কথা নাই, যোগাযোগ নাই এটাকে প্রেম বলাটা বেমানান। একদিন হটাৎ করে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, সেই থেকে একটু একটু করে কথাবার্তা হল-
নাহ সেই ভালো লাগা বেশি দিন টিকে নি। হারিয়ে গেলো। আবার হতাশা।
জীবনে ১বার প্রেম করে হারিয়েছি, ২য় বার আর সেই পথে পা মাড়াইনি।
নাহ, সেটা মনে হয় আমার দ্বারা হবে না করতে করতে ২য় বার আবারো সেই ভালো লাগা। নাহ এটাকে প্রেম বলবো না-
৬মাসে ১ বছরে দেখা, কথা নাই, যোগাযোগ নাই এটাকে প্রেম বলাটা বেমানান। একদিন হটাৎ করে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, সেই থেকে একটু একটু করে কথাবার্তা হল-
নাহ সেই ভালো লাগা বেশি দিন টিকে নি। হারিয়ে গেলো। আবার হতাশা।
হটাৎ একদিন যখন তাকে খুঁজে পেলাম তখন অনেকগুলো সময় হারিয়ে গেলো, বয়স হয়েছে ২ জনেরই, কেউ কাউকে ভালো লাগার কথা আর বলি না। মনে মনে কেন জানি চিন্তা হল তাকে ফিরে পাবার কারন টা কি? লাইফে কি তাকে আবার পাবার আশা করতে পারি আমি? বলে দেখবো? একটু কি সিরিয়াস হবো এবার আমরা? ভাবতে লাগলাম দুজনই।
ভেবে বের করলাম এবার সিরিয়াসলি পরিবারকে জানাই-
কিন্তু পরিবারের সবাই যে মেনে নিবে না সেটা আর ভাবি নি। আমাদের দু জনের কছে পরিবার এখন অনেক বড়, পরিবারের জন্য নিজেরা আলাদা হব আমরা সেটা নিজেরাও বলা বলি করি, কেউ কাউকে বুঝতে দিচ্ছি না কত বড় কষ্টে আমরা নিজেরা আছি।
বাবা মাকে শুধু বলবো ছেলে মেয়ের সুখের দিকে না তাকিয়ে অন্যকিছুর দিকে তাকালে যে রেস্পেক্ট আর ভালবাসার কথা বলেছিলাম শুরুতে সেটা হয়ত কমে যাবে না কিন্তু আজীবন মনে মনে বলবে সেই ছেলে আর মেয়েটা-জীবনে সুখি হলাম না।
সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমরা।
আল্লাহ সহায়
আল্লাহ সহায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন