আমার বলতে দ্বীধা নেই আমি অনেক অল্প বয়সে প্রেম করেছি, আমার প্রেমের বয়স অনেক বছর সেটা শেয়ার করতে ইচ্ছে করছে না, যে সময় আমার সাথের পুলাপান মাঠে ক্রিকেট খেলত আমি প্রেম করতাম মাস্তি করতাম, তাও আবার রাইভাল এরিয়াতে। আমি প্রেম করে কয়েকবার ধরা খেয়েছি বন্ধুদের কাছে, তাদের সাথে পরে মিউচুয়াল হয়ে প্রেম করতে আমার এলাকা থেকে অন্য এলাকায় যেতাম ঘুরে তার সাথে দেখা করতে অথবা চিঠি দেবার জন্যে। ঘুরে যাওয়া যাকে বলে আর কি। এলাকার নাম শুনবেন না? ফেনী । হ্যা কার নাম মনে আসে? হাজারী ? যাক কথা বাড়ালাম না। এর মাঝে বাসায় যে ধরা খাই নাই তা কিন্তু না। যেই বয়সে আমার পাটিগনিত বীজগনিত করার কথা দিস্তায় দিস্তায় কাগজে, আমি তার বদলে চিঠি লিখতাম দিস্তায় দিস্তায় রিমে রিমে। তখন মোবাইল ছিল না প্রেমপত্র লিখতে দিস্তা কাগজ কিনতাম। ১২ টাকা দিস্তা কাগজ মনে আছে সেটা ২০০৩-২০০৪ এর কথা। সাদা দিস্তা কাগজ ১২ টাকা, নিউজ প্রিন্ট ৬টাকা। আহা। অনেক কিছু। পাশের বাসায় ডাক্তার থাকত, উনার কাছ থেকে কাগজের/ডাক্তারি লিখার প্যাড পেতাম সেগুলা আমার প্রেমিকার কাছে চলে যেত। মূল কথা আসি। পক পক করেই যাচ্ছি। আমার লিখা চল...