সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসার চিঠি – (আসল চিঠি সহ!)

প্রিয় ইতি, আজ অনেকদিন পর লিখতে বসলাম, হাতের লিখাটাও আর আগের মত নাই, যাচ্ছেতাই লিখা আজকাল। হাতের লিখা দেখে এক সময় আমাকে বলেছিলে “তোমার হাতের লিখা এত সুন্দর কেন?” আর এখন সেই লিখা দেখলে আমি নিজে হাসি। জানি না কেন এই পরিবর্তন, লাইফের সাথে সাথে হাতের লিখার এরকম পরিবর্তন আমি আসলে নিজেই অবাক। চিঠিটা হাতে পাবার পর পড়তে পারবে কিনা জানি না। সেই যাই হোক, লিখাটা শুরু করা হল ঈদ ভেবে। এক এক করে ঈদ পার হয়ে যায়, আর তোমার কথাও ভুলে বসি আজকাল। মনে পড়া জিনিষটা আজকাল ফিল হয় না। আর নিজ থেকে চাইও না তোমার কথা আমার মনে পড়ুক। আজ পড়ছে বলেই পুরানো অভ্যাস, কলম নিয়ে বসে গেলাম। বেশিদিন হয়নি ছেড়ে চলে গিয়েছি দুজন দুজনের জায়গা ছেড়ে। ভাবতে অবাকই লাগে আমাদের দেয়া নিজেদের মিথ্যা আশ্বাসগুলোর কথা মনে পড়লে; পাশাপাশি থাকার ইচ্ছে, না দেখে থাকার আকুতি, কবে দেখা হবে সেই চিন্তায় দিন সপ্তাহ মাস পার করা। মনে কি আছে তোমার ৪৪২ দিন পর একবার আমাদের দেখা হয়েছিল? টিএসসিতে বসে অনেক আলাপ করেছিলাম নিল কালারের আমার পছন্দের একটা ড্রেস পড়ে এসেছিলে, তোমার মনে না পড়লেও আমার স্পষ্ট মনে আছে। অনেকদিন পর...