সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‪Baahubali‬: The Beginning (Tamil/Telegu Movie)

তামিল মুভি দেখা শুরু করি বন্ধু  Mohan Khan  মুখে শুনে শুনে, একদিন যখন বলল তামিলের কাছে হলিউড ফেইল, কইলো কি এইডা? চিন্তা করতে করতে কি মনে করে  Prabhas  এর Rebel Movie-টা দেখলাম, বাপরে বাপ, এক মুভিতেই প্লাস্টিক ফ্যান হয়া গেলাম। এরপর এক এক করে আল্লু অর্জুন, রাম চরনের ফ্যান হয়ে গেলাম। আসল কথায় আসি, তামিল-তেলেগু মুভি দেখেছেন Prabhas-কে দেখেন নাই খুব কম মানুষই আছেন, তামিলের  Baahubali  is large canvas Indian film being directed by SS Rajamouli, বিগ বাজেটের মুভির ট্রেলার দেখার পর জুলাই ১ ০ তারিখ কবে আসবে সেই আপেক্ষায় আছি। আমি মনে হয়  Game of Thrones  আর  Arrow  দেখার জন্যে এরকম ওয়েট করি নাই। এই জীবনে যত তামিল মুভি দেখেছি তাতে দুটো ব্যাপার মোটামুটি নিশ্চিত হয়েছি। এক. ওরা অ্যাকশনধর্মী মুভি বানাতে/দেখতে বেশী পছন্দ করে। দুই. ওরা এতোটাই ক্রিয়েটিভ যে, এক মুভির গল্পের সাথে আরেক মুভির কোন মিল পাওয়া যায় না। পাবেন হচ্ছে গিয়ে কলকাতার মুভিতে, কারন কলকাতার বাবুরা তামিল দেখে এক/দুই বছর পর বাংলায় ডাবিং করে বানায়  grin emoticon তামিলের কা...

Strike Back: Legacy (The Final Series)

Strike Back  আমার কাছে বরাবরই একটা ভালো টিভি সিরিয়াল যার রেটিং আমার কাছে ১০/১০, আইএমডিবিতে (৮.৩) কে কত দিল আমার দেখার বিষয় না সেটা। এন্টারটেইনমেন্টের জন্যে এটা আমার কাছে ১০০ তে ১০০। আসলেই বিশেষ কিছু। মেইন কাহিনীটা হল- The actions of 'Section 20', a secretive unit of British military intelligence. A team of special operations personnel conduct several high risk missions throughout the globe. যেদিন প্রথম দেখি সিজন একের প্রথম ইপিসোড, ভালো লাগে নাই, কারন মেইন ২ টা যে ক্যারেক্টার তারা সেই পর্বে আসেই নাই। শুরুটা হয়েছিল ইরাক থেকে তারপর এক এক করে জিম্বাবুয়ে, আফগানিস্থান, পাকিস্থান, সাউথ আফ্রিকা, কসভো, বুদাপেস্ট, কেনিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, বৈরুত, কলোম্বিয়া চলছেই সেকশন ২০-এর মিশন। এবার সিজন ফাইভের মাঝে কি আছে তা দেখার জন্যে উন্মুখ হয়ে আছি। কেন এই Strike Back নিয়ে এত কথা? কারন এই সিরিজ দেখার পর আমার কাছে বাকি সব Action, Drama, Thriller টাইপ মুভি (so called  American Sniper , ইরাক আফগান নিয়ে আরো যত মুভি আছে) Strike Back এর কাছে খুব নগন্য মনে হয়েছে। একটা টিভি সিরিজকে রিয়েলিটির প...