Strike Back আমার কাছে বরাবরই একটা ভালো টিভি সিরিয়াল যার রেটিং আমার কাছে ১০/১০, আইএমডিবিতে (৮.৩) কে কত দিল আমার দেখার বিষয় না সেটা। এন্টারটেইনমেন্টের জন্যে এটা আমার কাছে ১০০ তে ১০০। আসলেই বিশেষ কিছু।
মেইন কাহিনীটা হল- The actions of 'Section 20', a secretive unit of British military intelligence. A team of special operations personnel conduct several high risk missions throughout the globe.
যেদিন প্রথম দেখি সিজন একের প্রথম ইপিসোড, ভালো লাগে নাই, কারন মেইন ২ টা যে ক্যারেক্টারতারা সেই পর্বে আসেই নাই। শুরুটা হয়েছিল ইরাক থেকে তারপর এক এক করে জিম্বাবুয়ে, আফগানিস্থান, পাকিস্থান, সাউথ আফ্রিকা, কসভো, বুদাপেস্ট, কেনিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, বৈরুত, কলোম্বিয়া চলছেই সেকশন ২০-এর মিশন। এবার সিজন ফাইভের মাঝে কি আছে তা দেখার জন্যে উন্মুখ হয়ে আছি।
কেন এই Strike Back নিয়ে এত কথা? কারন এই সিরিজ দেখার পর আমার কাছে বাকি সব Action, Drama, Thriller টাইপ মুভি (so called American Sniper, ইরাক আফগান নিয়ে আরো যত মুভি আছে) Strike Back এর কাছে খুব নগন্য মনে হয়েছে। একটা টিভি সিরিজকে রিয়েলিটির পর্যায়ে নিয়ে যাবার জন্যে Philip Winchester, Sullivan Stapleton-এর অভিনয়ই যথেষ্ট।
বাকিটা দেখে বুঝবেন।
#Strikeback #S05
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন