ভালবাসা নাকি দুই প্রকার। জানতাম না আজকে শিখলাম। ১. Personal Attachment Related Love/ Emotional Love ২. Calculative Love Uncommon কিছু শুনলে সেটার ব্যপারে স্ববিস্তারে জানার আগ্রহ হতেই লাগলো, তারপর ভাবতে লাগলাম নাহ, এটা নিয়ে আরো পড়াশুনার দরকার আছে। তো প্রকারভেদ গুলোর সংজ্ঞা এখনো analysis এর পর্যায়ে আছে। তো আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্ব শুনার আমন্ত্রন নিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন। Hello ফ্রান্স, ফিরে এলাম তোমাদের মাঝে আবার। যেতে না যেতেই মনে পড়ে গেলো Personal Attachment Related Love/ Emotional love আর ক্যাল্কুলেটর লাভ স্যরি Calculative Love কাকে বলে! তো ব্যাপারটাকে লাভ মাতার সংজ্ঞায় যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এক কথায় শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান! তো চলে আসি আমরা মূল প্রসঙ্গে- Personal Attachment Related Love/ Emotional love : যে ভালবাসা বর্তমান / ভবিষ্যৎ চিন্তা না করেই হয়ে যায় , সেই ভালবাসা হওয়ার পেছনে মানুষের কোন হাত থাকে না তাই ইমোশনাল লাভ। এখানে উল্লেখ্য ...