ভালবাসা
নাকি দুই প্রকার। জানতাম না আজকে শিখলাম।
১. Personal Attachment Related Love/ Emotional Love
২. Calculative Love
Uncommon কিছু শুনলে সেটার ব্যপারে স্ববিস্তারে জানার আগ্রহ
হতেই লাগলো, তারপর ভাবতে লাগলাম নাহ, এটা নিয়ে আরো পড়াশুনার দরকার আছে।
তো প্রকারভেদ গুলোর সংজ্ঞা এখনো analysis
এর পর্যায়ে আছে।
তো আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্ব
শুনার আমন্ত্রন নিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন।
Hello ফ্রান্স, ফিরে এলাম তোমাদের মাঝে আবার। যেতে না যেতেই মনে পড়ে গেলো Personal Attachment Related Love/ Emotional love আর ক্যাল্কুলেটর লাভ স্যরি Calculative Love কাকে বলে! তো ব্যাপারটাকে লাভ মাতার সংজ্ঞায় যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এক কথায় শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান!
তো চলে আসি আমরা মূল প্রসঙ্গে-
তো চলে আসি আমরা মূল প্রসঙ্গে-
Personal Attachment Related Love/ Emotional love: যে
ভালবাসা বর্তমান/ভবিষ্যৎ চিন্তা না করেই হয়ে যায়, সেই ভালবাসা হওয়ার পেছনে মানুষের কোন হাত থাকে না তাই ইমোশনাল
লাভ। এখানে
উল্লেখ্য ইমোশনাল লাভ সব সময় ভুল মানুষের সাথেই হয় যা খুব কমই সফল হয়। এটা কষ্ট দেয় বেশি।
আলোচ্য অংশে আমরা দেখতে পাই Emotional love মানেই লাইফ বাঁশ বাগানময়, কথাটা সত্য কি না? কি বুকে ব্যাথা শুরু হয়েছে? এই ইমোশনাল লাভ আমার মতে এক কথায় হল, "আসো খেলি" আর "চল বন্দু কক্সবাজার গুরে আসি" টাইপ। তো সেই ভালবাসা হওয়ার পেছনে মানুষের কোন হাত না থাকলেও এক নজরে ভালোবাসার হাত আছে, যাকে কিছু চেলেব্রিটি নাম দিয়েছেন ক্রাশ, ( Bitch Please it's not Clash of Clans).
আর ইমোশনাল লাভ সব সময় ভুল মানুষের সাথেই হয় যা খুব কমই সফল হয় কথাটার মানে হল "খাইয়া ছাইড়া দিমু"। আসলে ব্যাপারটা খুব সেন্সেটিভ। বিষয়টা নিয়ে আলোচনা/ গবেষনার অনেক ব্যাপার স্যাপার আছে। সেটা পরে হবে নে।
আবার ফিরে আসি লাভ মাতার সংজ্ঞায়-
আলোচ্য অংশে আমরা দেখতে পাই Calculative Love মানে হইল মেয়ে বলিল তার হবু ইয়েকে "তোমার মানিব্যাগ কি অন্য ছেলের চেয়ে বড়?" অর্থের সচ্ছলতার অপর নাম "জানেন ভাবি, আমার জামাইর না এত্ত গুলা ইয়ে আছে, আপনার হাজবেন্ডের কি আছে?" মানে বিষয়টা কয়টা বাড়ি গাড়ি, সোনা দানা, ঘর ভর্তি গেজেট, আইফুন (Bitch Please no Symphony allowed) দেখে চোখ বন্ধ করে ঝুলে পড়া।
"আত্মার শান্তি আর ভালোবাসা এক কাতারে নয়" নিয়ে লাভ মাতা কিছু কথা প্রসব করেছেন। আমার অনেক চুলকানী, যাই খাইয়া আসি।
আলোচ্য অংশে আমরা দেখতে পাই Emotional love মানেই লাইফ বাঁশ বাগানময়, কথাটা সত্য কি না? কি বুকে ব্যাথা শুরু হয়েছে? এই ইমোশনাল লাভ আমার মতে এক কথায় হল, "আসো খেলি" আর "চল বন্দু কক্সবাজার গুরে আসি" টাইপ। তো সেই ভালবাসা হওয়ার পেছনে মানুষের কোন হাত না থাকলেও এক নজরে ভালোবাসার হাত আছে, যাকে কিছু চেলেব্রিটি নাম দিয়েছেন ক্রাশ, ( Bitch Please it's not Clash of Clans).
আর ইমোশনাল লাভ সব সময় ভুল মানুষের সাথেই হয় যা খুব কমই সফল হয় কথাটার মানে হল "খাইয়া ছাইড়া দিমু"। আসলে ব্যাপারটা খুব সেন্সেটিভ। বিষয়টা নিয়ে আলোচনা/ গবেষনার অনেক ব্যাপার স্যাপার আছে। সেটা পরে হবে নে।
আবার ফিরে আসি লাভ মাতার সংজ্ঞায়-
Calculative Love: যে
ভালবাসা বর্তমান/ভবিষ্যৎ ভেবে চিন্তে জীবনের সফলতা ও অর্থের সচ্ছলতা চিন্তা করে ঘটানো হয় তাকে ক্যালকুলেটিভ লাভ বলে। এখানে উল্লেখ্য এই ভালবাসায় সফলতা তো থাকেই কিন্তু তা সম্পূর্ণরূপে পার্থিব। আত্মার শান্তির এ ভালবাসায় কোন জায়গা থাকেনা।
আলোচ্য অংশে আমরা দেখতে পাই Calculative Love মানে হইল মেয়ে বলিল তার হবু ইয়েকে "তোমার মানিব্যাগ কি অন্য ছেলের চেয়ে বড়?" অর্থের সচ্ছলতার অপর নাম "জানেন ভাবি, আমার জামাইর না এত্ত গুলা ইয়ে আছে, আপনার হাজবেন্ডের কি আছে?" মানে বিষয়টা কয়টা বাড়ি গাড়ি, সোনা দানা, ঘর ভর্তি গেজেট, আইফুন (Bitch Please no Symphony allowed) দেখে চোখ বন্ধ করে ঝুলে পড়া।
"আত্মার শান্তি আর ভালোবাসা এক কাতারে নয়" নিয়ে লাভ মাতা কিছু কথা প্রসব করেছেন। আমার অনেক চুলকানী, যাই খাইয়া আসি।
রণাঙ্গন থেকে বলছি
০৯/০৯/২০১৫
০৯/০৯/২০১৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন