সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিছু কথা বলছি শুধু “তোমার” জন্যে-১

সারারাত একদম অপরিচিত জেলা উপজেলা উপর দিয়ে যাত্রা শুরু করার পর মনের মাঝে ভয়, কারন একা একা বের হলাম সেই ২০১৩ সালের পর, তাও আবার একদম অপরিচিত রুট, ঢাকা-আরিচা-খুলনা। যার জন্যে এই যাত্রা, সেই আমাকে সারাটা রাত পাহারা দিয়ে রাখলো। নিজে না ঘুমিয়ে আমাকে সঙ্গ দিয়ে গেলো। হ্যা। তার জন্যই আমার খুলনা যাওয়া। পরিচয়টা আমাদের সেই অক্টোবর ২০১৫-তে, কথা হতে হতে অনেক কাছে চলে আসলাম, কিন্তু দেখা আর হচ্ছিলো না। মাঝে ১ মাস আগে এটেম্প নিসিলাম যাবো, বাট তখন বাসের কোন টিকিট না পাওয়ায় আর যাওয়া হয়নি। অনেক খারাপ লেগেছিল, বাট বুঝতে দেই নাই। এর মাঝে সে ভাবলো আমি ইচ্ছে করেই হয়তো যাই নাই। না, ইচ্ছে ছিল আরো আগে দেখা করার। প্রায়ই আমি বলি কেন তোমার সাথে আরো ১০/১২ বছর আগে দেখা/কথা/পরিচয় হয়নি? তারপরো আমাদের পরিচয়টা অনেক গল্পের মত। কিভাবে যেন একদম কাছে চলে আসা, আবার সেই কাছে আসার টানে খুলনা যাওয়া। ব্যাপারটা আসলে অনেক ভালো লাগার। ভালো লাগার কথা সবার সাথে বলতে নাই, তাই চেপে গেলাম। কেওড়াকান্দি ফেরী যখন পার হচ্ছি তখন রাত ৩টা। অসম্ভব ভালো লাগার কিছু মুহূর্ত ছিল। তখনো সে আমার সাথেই (এখন তো পাশে থাকা মানে হোয়ার্টস আপ/মেসেঞ্...