আগেরদিন তার সাথে ঝগড়া করে কাপ্তাই ঘুরে আসলাম, সাথে
আমার ৩টা ফ্রেন্ড। কাপ্তাই নিয়ে আমার ট্রাভেল ব্লগ আমি এখনো লিখিনাই, পরে
একদিন লিখে দিবো, কোথায় ঘুরবেন কোথায় যাবেন কি কি দেখবেন সব জানিয়ে দিবো
নে, সাথে কিভাবে যাবেন, রাস্তার বর্ননা আর ড্রাইভারদের মাইকেল শুমাখার
হবার গল্প। সে যাক গে আসল কথায় আসি, পরদিন সে আমার সাথে দেখা করতে চাইলো,
আগের দিন সে তার কথা জানিয়ে দিয়েছে ব্রেক আপ হচ্ছে আমাদের। আমিও খুব
কষ্টে পাথর হয়ে গেলাম। পরদিন ঠিকই বেহায়ার মত গেলাম আকাতারুজ্জামান
মার্কেটে, আগ্রাবাদ। আমি আগে কোনদিন দেখা করতে তার সাথে মার্কেট তো দুরের
কথা পাবলিক প্লেসে যাই নাই, যেহেতু এখন আর প্রেমের ভাবাবেগ নাই তাই তারপর ও
গেলাম, তার মুখে একই কথা গুলো শুনে মেজাজটা আবার গেলো বিগ্রাইয়া। হাতের
কাছে কফির মগ ছিল দিলাম ভেঙ্গে, পুরা মার্কেট তাকিয়ে রইলো আমাদের দিকে। মগ
ভাঙ্গার সাথে সাথে ৭টা বছরের রিলেশনটাও গেলো ভেঙ্গে। সাথে সাথেই ঢাকার
টিকেট কর্তন এবং ঢাকা ফেরত; আর রেখে আসলাম ৭টা বছরের স্মৃতি।
কথাগুলো খুব স্বভাবিকভাবে জানাচ্ছিলাম তাকে (আমার ২য় জনকে!!) কোন এক বিকালে রিক্সায় যেতে যেতে সেটা আরো ২ বছর পরের কথা, সাবলিলায় বলায় সে আসলেই অবাক হচ্ছিলো, কারন আমি কিভাবে এত সাহজে বলে দিতে পারলাম আমার শেষ কথাগুলো, আমি তো অনেক বোকা ছিলাম তার কাছে। হটাৎ খেয়াল হল আমাদের সামনেই আগ্রাবাদ, আকাতারুজ্জামান মার্কেটে। আমাকে অবাক করে দিয়ে রিক্সা থামিয়ে আমাকে নিয়ে উঠে আসলো সেই যায়গায় যেখানেই আমার প্রথম প্রেমটা শেষ হয়েছিল। অবাক হবার আরো বাকি থাকলো সেই যায়গায় বসলাম, দুই বছরে দেখি বেশি কিছুই পরিবর্তন হয়নি আগের মতই আছে। আমি দুই বছর আগের সেইদিন যেখানে বসেছিলাম সেখানেই বসলাম।
সে আমাকে অবাক করে দিয়ে বলে- “ও” এখানেই বসেছিল তাই না?
আমি বলি– হুম
অবাক হলাম আবারো যে কফির অর্ডারটা ওই দিলো, সেই ভাঙ্গা কফির মগ নাকি আজ জোড়া দিবার দিন।
আশা করছি এবার হয়ত একটু হলেও বুঝবেন আমি আগে কেন বলেছিলাম “দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল”
পুনশ্চঃ কারো লাইফের সাথে কিছু মিলে গেলে লেখকের কোন দোষ নাই।
রণাঙ্গন থেকে বলছি
১৯/১১/২০১৩
আগে পরের ব্লগগুলো পড়তে পারেন-
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে-১
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -২
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৪
কথাগুলো খুব স্বভাবিকভাবে জানাচ্ছিলাম তাকে (আমার ২য় জনকে!!) কোন এক বিকালে রিক্সায় যেতে যেতে সেটা আরো ২ বছর পরের কথা, সাবলিলায় বলায় সে আসলেই অবাক হচ্ছিলো, কারন আমি কিভাবে এত সাহজে বলে দিতে পারলাম আমার শেষ কথাগুলো, আমি তো অনেক বোকা ছিলাম তার কাছে। হটাৎ খেয়াল হল আমাদের সামনেই আগ্রাবাদ, আকাতারুজ্জামান মার্কেটে। আমাকে অবাক করে দিয়ে রিক্সা থামিয়ে আমাকে নিয়ে উঠে আসলো সেই যায়গায় যেখানেই আমার প্রথম প্রেমটা শেষ হয়েছিল। অবাক হবার আরো বাকি থাকলো সেই যায়গায় বসলাম, দুই বছরে দেখি বেশি কিছুই পরিবর্তন হয়নি আগের মতই আছে। আমি দুই বছর আগের সেইদিন যেখানে বসেছিলাম সেখানেই বসলাম।
সে আমাকে অবাক করে দিয়ে বলে- “ও” এখানেই বসেছিল তাই না?
আমি বলি– হুম
অবাক হলাম আবারো যে কফির অর্ডারটা ওই দিলো, সেই ভাঙ্গা কফির মগ নাকি আজ জোড়া দিবার দিন।
আশা করছি এবার হয়ত একটু হলেও বুঝবেন আমি আগে কেন বলেছিলাম “দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল”
পুনশ্চঃ কারো লাইফের সাথে কিছু মিলে গেলে লেখকের কোন দোষ নাই।
রণাঙ্গন থেকে বলছি
১৯/১১/২০১৩
আগে পরের ব্লগগুলো পড়তে পারেন-
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে-১
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -২
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন