জন্মের পর থেকেই আব্বু আম্মু সেই ছায়া দিয়ে বড় করেছেন, একটু বয়স হবার পর থেকে বড় বোনকে পেয়েছি বন্ধু হিসেবে। অনেক কিছুই মনে করতে পারছি না। তারপর বড় হতে হতে অনেক যায়গায় যেতে হয়েছে, আব্বুর সরকারি চাকরির সুবাদে আমার স্কুল পরিবর্তন করতে হয়েছে, অনেক যায়গায় নতুন বন্ধু পেয়েছি। অনেক অনেক স্মৃতি।
"নোয়াখালি-দাগনভুইয়া-ফেনী-ঢাকা-চট্রগ্রাম" কারো নাম উল্লেখ করবো না। সবাই নিজেকে নিজের যায়গায় চিনে নাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস সবখানেই কিছু খাসদিলের বন্ধু ছিল এবং থাকবেই-চিন্তা করো কে কখন কার বন্ধু হয়ে গিয়েছো। আমিও চিন্তা করি কে কোনখান দিয়ে যেন বন্ধু হয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে মনে হয় ফেইসবুকের জামানায় বন্ধুত্ব অমলীন।
বন্ধুত্বের শেষ নেই, জীবনের শেষ সময় গিয়েও হয়ত অনেক দূরের কোন বন্ধুকে হয়ত পেয়ে যাবো অনেক আপন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন