সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখের সংজ্ঞাটা দিবেন কি

আপনার কি কন্যা সন্তান আছে? তবে আপনাকেই বলছি। শুনুন প্লিজঃ প্রিয় কন্যা সন্তানের পিতা/মাতা, আপনার কন্যা দেখতে যেমন ই হোক, যেমন ই হোক তার শারীরিক গঠন বা উচ্চতা... আপনার কাছে নিশ্চয়ই সে একজন রাজকন্যা। আপনার এই রাজকন্যাকে বড় করেন কত না ভালোবাসায়। কাঁথা জড়িয়ে তাকে প্রথমবার কোলে নেওয়ার দিনটা যেমন আপনাকে কাঁদায়, একটু দেরীতে ঘরে ফিরলে তার চিন্তা আপনাকে তেমন ই ভাবায়। অজানা ভয়, শঙ্কা আর আপনার এক গুচ্ছ সপ্ন নিয়ে বড় করেন আপনার রাজকন্যাকে।  সে রাজকন্যা বড় হলে তাকে অন্য রাজত্বে পাঠিয়ে দিতে হয়। এটাই নিয়ম। কোন এক রাজপুত্র এসে নিয়ে যায় আপনার রাজকন্যা।  মা/বাবা, সেই রাজপুত্র নির্বাচনে প্রথমেই কেন তার আর্থিক অবস্থা দেখেন? কেন দেখেন তার বাবার টাকা আছে কিনা? দেখতে ভালো রাজপুত্র মানুষ ও ভালো এমনটা কেন ভাবেন আপনারা? হ্যা, অবশ্যই বলবেন, চাই যেন আমার রাজকন্যা সুখে থাকে। সমাজে নিজের স্বামীকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।  তবে একটু আমাকে সুখের সংজ্ঞাটা দিবেন কি?   সুখ মানে কি আভিজাত্য। দামী শাড়ি, গয়না, টাকা, পয়সা!!!! যদি তা হয় তবে সেগুলো তে আপনি নিজেই করতে পারেন আর যদি ...

ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই

এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, 35 তম বিসিএস প্রিলি হয় নাই।  35 তম বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা। কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে সান্তনা । ভাইটাও এখন সান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ..... আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে। .......

পরগাছা কন্যাগণ

কন্যাগণ, যদি তোমরা এমন কোন ছেলেকে বিবাহ করিবার আশা পোষণ করিয়া থাকো, যাহাকে আজকে সমাজে সবাই সফল বলিয়া চিনিয়াছে, যে নিজের অদম্য চেস্টায় নিজের আজকের অবস্থানে পৌছিয়াছে, তবে অবিলম্বে সে আশা বাদ দাও। তোমাদের মাঝে এমন অনেক নমুনা আছে যারা কিনা সারাজীবন তাহাদের পিতার কল্যানে ভোগবিলাসে জীবন কাটাইয়া বিবাহের কালে আসিয়া এমন পাত্র খোজে যাহারা কিনা তাহাকে অধিকতর আরামে রাখিতে পারিবে। যে কন্যার একটা ছোট শহরে নিজে চলার যোগ্যতা নাই তাহাকেও দেখা যায় নিউইয়র্ক কিংবা টেক্সাসের মত শহরে গিয়া তাহার ব রের ঘাড় ভাঙিয়া খাইতে আর ফুটানি দেখাইতে। তোমাদের মত সুবিধাবাদী কন্যাগণের জন্য এখনও অনেক নির্বোধ পাণিপ্রার্থী সমাজে খুজিয়া পাওয়া যায় বলিয়াই তোমরা এখনও টিকিয়া আছো। তবে আশার বিষয় হইল সেসব নির্বোধদের সংখ্যা অচিরেই কমিয়া আসিবে। শেষকথা হইল যে, যদি নিজের জীবনে সুযোগ্য কাউকে চাও, তবে নিজেকেও তাহার যোগ্য করিয়া গড়িয়া তোল। শুধু নিজের চামড়ার রঙ আর বাতুলতা দিয়ে আর কতকাল চলিবে? আর কারো সামনে না হোক, আয়নার সামনে দাড়াইয়া তো নিজের ওপর নিজেরই লজ্জা হওয়া উচিত। আর কতকাল পরগাছা হইয়া বাচিয়া থাকিবে? -Reza Chowdhury