কন্যাগণ, যদি তোমরা এমন কোন ছেলেকে বিবাহ করিবার আশা পোষণ করিয়া থাকো, যাহাকে আজকে সমাজে সবাই সফল বলিয়া চিনিয়াছে, যে নিজের অদম্য চেস্টায় নিজের আজকের অবস্থানে পৌছিয়াছে, তবে অবিলম্বে সে আশা বাদ দাও।
তোমাদের মাঝে এমন অনেক নমুনা আছে যারা কিনা সারাজীবন তাহাদের পিতার কল্যানে ভোগবিলাসে জীবন কাটাইয়া বিবাহের কালে আসিয়া এমন পাত্র খোজে যাহারা কিনা তাহাকে অধিকতর আরামে রাখিতে পারিবে। যে কন্যার একটা ছোট শহরে নিজে চলার যোগ্যতা নাই তাহাকেও দেখা যায় নিউইয়র্ক কিংবা টেক্সাসের মত শহরে গিয়া তাহার বরের ঘাড় ভাঙিয়া খাইতে আর ফুটানি দেখাইতে।
তোমাদের মত সুবিধাবাদী কন্যাগণের জন্য এখনও অনেক নির্বোধ পাণিপ্রার্থী সমাজে খুজিয়া পাওয়া যায় বলিয়াই তোমরা এখনও টিকিয়া আছো। তবে আশার বিষয় হইল সেসব নির্বোধদের সংখ্যা অচিরেই কমিয়া আসিবে।
শেষকথা হইল যে, যদি নিজের জীবনে সুযোগ্য কাউকে চাও, তবে নিজেকেও তাহার যোগ্য করিয়া গড়িয়া তোল। শুধু নিজের চামড়ার রঙ আর বাতুলতা দিয়ে আর কতকাল চলিবে? আর কারো সামনে না হোক, আয়নার সামনে দাড়াইয়া তো নিজের ওপর নিজেরই লজ্জা হওয়া উচিত।
আর কতকাল পরগাছা হইয়া বাচিয়া থাকিবে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন