সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গোলাপ, বকুল, মোমবাতি আর জোনাকি

আজ আমার বিয়ে। অভি বলেছে প্রথম রাতে আমরা কিছুতেই ঘুমাব না। প্রথম রাতটা নিয়ে আমাদের অনেক প্ল্যান। বিছানায় গোলাপের পাপড়ি থাকবে ঠিকই। কিন্তু মেঝেতে ছড়ানো থাকবে বকুল। বকুলের গন্ধটা দূর থেকে মিষ্টি। কিন্তু কাছে আনলে অসহ্য রকম তীব্র। তাই ওটাকে মেঝেতে রাখা। ঘর অন্ধকার করা যাবে না। মোমবাতি জ্বলবে সারা ঘরে। প্রথমে বলেছিল জোনাকি পোকা জমিয়ে রাখবে। বিয়ের একমাস আগে ও জঙ্গল ভ্রমনে যাবে শুধুমাত্র জোনাকি পোকা সংগ্রহ করতে। বাক্স বাক্স জোনাকি পোকা ধরে আনবে। তারপর বন্ধ ঘরে অন্ধকারে খুলে দিবে সবগুলো বাক্স। আমি হেসে বললাম, জোনাকি পোকা কিন্তু মাছির মতো সাইজে। স্বভাবেও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। ধরো আমরা বসে আছি খাটের ওপর। সারা ঘরের সব জোনাকি আমাদের হাতে-পায়ে-গায়ে বসছে; নাকের ভিতর কানের ভিতর ঢুকে যাচ্ছে- তখন কী হবে? - তাই তো! মশারি খাটিয়ে দিলে হবে না? - বাসর ঘরে পোকার ভয়ে মশারির ভিতর ঢুকে থাকব। মানে হয় কোন? - তাহলে জোনাকি বাদ। মোমবাতিই জ্বলুক সারা ঘরে। - সেটা মন্দ নয়। কিন্তু হঠাৎ যদি মোমবাতি পড়ে গিয়ে জানালার পর্দা কিংবা বিছানার চাদরে আগুন ধরে যায়! তখন কী হবে? -ধুর ছাই! আগুন ধরবে কেন! আমরা কী মরে...

ধাক্কা

জাস্ট ফ্যামিলির দিকে তাকিয়ে আমি এই বিয়ে করতে যাচ্ছি। বিলিভ কর তোমার মত করে আমি জিবনে কখনও কোনদিন কাউকে ভালোবাসতে পারবোনা। আমি জানি ও কি রকম ভালো, আমি জানি ও সত্যি বলছে। কিন্তু মনটা তো তাও মানে না। যেভাবে পারি, যতশক্তি দিয়ে পারি সব কিছু দুমড়ে মুচড়ে ফেলে ওকে আমার কাছে রেখে দিতে মন চায়! ও শুধু চলে যাবার জন্য আমার অনুমতির অপেক্ষা করছে। আমি হা করে তাকিয়ে থাকি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি বলব বুঝতেছিনা। অবশেষে বললাম, নাহ আমি তোমাকে ছাড়বোনা। আমি পারবনা, আমি জানি আমি অনেক শক্ত একটা ছেলে, কিন্তু আমি এটা পারবোনা। ও দুহাত দিয়ে আমাকে ঝাকি মেরে বলে তাহলে দেখ। আমি ফেলফেল করে ওর দিকে তাকিয়ে দেখি ও জামার হাতা গুটিয়ে কাধ পর্যন্ত উঠাচ্ছে। আমাকে দেখাল ওর শরীরে কি বিষম দাগ! আমার জন্য ও এমনভাবে মার খেল! কিছু বলতে পারছিনা। চোখ দিয়ে পানির প্রবাহ আরো বেড়ে গেল। তারপর ও বলল, তুমি কি আরো দাগ দেখতে চাও? আমার সারা শরীরে দাগ। আর তোমার অনুমতি না পেলে আমি কাউকেই বিয়ে করতে পারবনা, যার ফলাফল হবে আরো মারের দাগ পড়বে আমার শরীরে। কি বলব বুঝতে পারছিলাম নাহ। হঠাত মাথায় আগুন চড়ে গেল। ওকে এক ধাক্কায় সরিয়ে দিলাম, ওর দিক...