এই হাতটা খুব কম জনেই চিনতে পেরেছে প্রথম দেখায়। হ্যা এটা আমারই হাত। অনেক কঠোর পরিশ্রমী হাত। বলা হয়ে থাকে কঠোর পরিশ্রম সফলতার চাবিকাঠি। কিন্তু, পরিবর্তিত সময়ে এবং কর্পোরেট সংস্কৃতিতে কেবলমাত্র কঠোর পরিশ্রমই সফলতার নিয়ামক নয়। পরিশ্রমের সাথে দরকার বুদ্ধির প্রয়োগ এবং সুদৃঢ় পরিকল্পনা। কিন্তু আপনি নর্থ আমেরিকায় আসবেন আর কঠোর পরিশ্রম করবেন না, তা হবে না। এখানে শিক্ষা অনেক বড় একটা জিনিষ। আপনার বাংলাদেশে হাজার ডিগ্রি আছে, এই দেশে আপনার বাল্টাও গুনবে না কেউ। এখানে এসে কি কাজ করি নাই? যদি বলেন মাটি কাটসেন কিনা? সেটাও করছি। দেশে থাকতে নিজের প্লেটে খেয়ে শেষ করে কোনদিন ধুয়ে রাখি নাই, সেখানে এক ঘন্টায় পাঁচশত প্লেট ধুয়েছি। ঢাকার বাসায় আমার বাথরুম ধোয়ার জন্য বুয়াকে প্রতিমাসে এক্সট্রা টাকা দিসে আম্মু। সেই আমি এখানে এসে সিনেমা হলের একশত বাথরুম ধুয়েছি একরাতে। পেট্রোল পাম্পে কাজ করেছি, খালি হাত তেল পরিষ্কার করেছি। আর গারবেজ ক্লিনিং!! এসব তো রেগুলার কাজ! বিলিয়ন ডলার কোম্পানিতে ইনভেন্টরিতে কাজ করি এখন, বিশ তিরিশ কেজি ওয়েট লিফটিং করা এখন প্রতি মিনিটের কাজ। তারপরও এখানে একটা আশায় আছি মাস্টারসটা শেষ হলেই এ...
একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম। আরেকটা মেয়ে আছে , যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না। এটা হচ্ছে ভালোবাসা। কোন একটা মেয়ের সাথে রুমডেট করলে তুমি আনন্দ পাও। আরেকটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও। প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা। দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। তোমার বন্ধু মহলে কোন একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো। এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু। একই ভাবে তোমার মস্তিস্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না। কিন্তু তার অনুপুস্থিতির জন্য তুমি অস্থির। তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির। এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। একটা মেয়ের নুড পিক দেখার জন্য সব সময় তুমি অপেক্ষা করো। আরেকটা মেয়ে আছে যার নুড পিক তোমার মাথাতেও আসে না । চাইলেও তুমি আনতে পারো না। প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা। পরের জন হচ্ছে তোমার ভালোবাসা। একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেয়ার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না। সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই। কিন্তু ...