শিরোনামটা শিরোনামহীনের “কিছু কথা বলছি শুধু তোমার জন্যে”
থেকে নিলাম, তোমার জন্যে তো অনেক লিখেছি আজ না হয় আমার জন্যেই লিখি?
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা নিবিড় জনারণ্যে, মেঘলা এই ক্ষণে কিছু
কথা কখনো হয়নি বলা, সেই থেকে আমার শুরু।
“দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল” কথাটা কেমন জানি লাগলো আমার নিজের কাছেই। যারা আমার খুব কাছের মানুষ (২/৪ জন) তারা বিষয়টা প্রথম লাইন পড়েই বুঝবে, আমি কার কার কথা বলছি। অনেকে ভাববে আমি হয়ত বিশ্ব প্রেমিক।
একজন বলেছে আবার- “একজন ছেলে কয়টা মেয়েকে ভালবাসতে পারে?” প্রশ্নটা আসলেই আমাকে কয়েকদিন ভাবিয়েছে, যে আমাকে কথাটা বলেছে সে আবার আমার দুইজন সাবেক প্রেমিকাকে চিনে ফেলেছে! এপিক। তার সাথে আমার কথা হল ৯ বছর পর, এই ৯ বছরে সে আমাকে ভুলেই গিয়েছিল, তাকে লাস্ট মনে করিয়ে দেবার পর মাঝের ৯ বছরের কাহিনী শুনালাম তার পরপরই তার এই স্বর্গ-উক্তি।
অনেকে আমাকে গালিও দিয়েছে দ্বিতীয় প্রেমে পড়ার জন্যে, গরম গরম কথা বলি, কাল তো আমার কাছের একজন বলল- তুই আর প্রেমে পড়লে আমি ভাববো তুই “অমানুষ”। হাসলাম অনেক কথাটা শুনে, আসলে কিছু কথা আমাদের বাচঁতে শিখায়, আমার ভালো চায় দেখেই সে এই “অমানুষ” কথাটা বলেছে, সেটা আমিই জানি কারন আমাকে বলার মত কিছু আর তার অভিধানে নেই, আমার দুইটা প্রেমের কাহিনী যে জানে যে দেখেছে তার এই কথাই বলাই স্বভাবিক, একটা মানুষ কতটুকু ভালবাসা দিলে ভালবাসা টিকে থাকে সেটা এখন আমার এনালাইসিসের পর্যায়ে পড়ে গিয়েছে। কিছু কিছু কথা মনে করতে চাই না, তার পরও নিবিড় জনারণ্যে, শুধু তোমার জন্যে কিছু কথা কখনো হয়নি বলা। তাই আজ লিখতে বসা।
অনেকেই হয়ত শুনবেন দ্বিতীয় প্রেম প্রথম প্রেমের পর! আমারটা আবার অন্যরকম। “দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল” নাম উল্লেখ না করে আমি আমার কিছু স্মৃতির কথা বলে যাবো। যা আমার মনের কিছু কথা থাকবে। কারো জন্যে আমার এই লিখা নয়। আমি ট্রাভেল করি, ট্রাভেল নিয়ে লিখি এই সুডু ব্লগে, অনেকে হয়ত ভাববে আমার বাড়ীঘর আসলেই হয়ত বন-জংগলেই। আমার ইচ্ছে ছিল না আজ সুডু ব্লগে নিজের এই কথাগুলো প্রকাশ করা, কনফেশান নিয়ে কিছুদিন আগে বেশ হইচই হল, দেখতাম আর হাসতাম, নাহ আমার কনফেশান আবার ক্রাশ নামক কিছু নয়, অনেকে যেমন গাইতে গাইতে গায়েন হয়- তেমনি আমার কাছে নিজেকে মনে হয় মাঝে মাঝে ভালবাসার সব অলিগলিই আমার নিজের জানাগুনা আছে, এরপর কি হবে না হবে সেটা আমি ধরে ফেলতে পারি, সহজাত গুন কিনা জানি না। কেউ কেউ আমাকে ভালবাসা নিয়ে কিছু বললে আমি বলে দেই দেখিস ও এরকম করবে, এরকম বলবে। ২/১ দিন পর ঠিকই যেই কথা সেই কাজ। আবার উলটা রিএক্টের কাহিনীও ঘটে। কিন্তু আগেই বলেছি যেহেতু অলিগলি আমার চিনা, সো কিছু তো কমন পড়বেই। আমি একক ভাবে কাউকে আজ দোষ দিব না। এসেছি কিছু সুখের কথা বলতে। দোষ দিতে নয়।
বনের গহীনে যাবার কারন আমার অনেক, অনেকদিন পর আমার হটাৎ কয়েকদিন থেকেই মনে হচ্ছে লিখে ফেলি, কারন কিছুদিন ধরেই সেই মনের মাঝে আমার বার বার খচখচ করছে আমি কি লিখবো নাকি সেইসব কথা। অনেক দিনই হয়ে যাচ্ছে এক সময় আমি চিঠি লিখতাম। সেই লিখা গুলো ফেরত পেলে হয়ত আজ অনেক ভালো লাগতো। জানি সেগুলো আর ফেরত পাবো না। কিছু শেয়ার করতে পারতাম। চিঠি আর লিখা হয়নি সেই মোবাইল যেদিন থেকে হাতে পেলাম। আমার সুখ স্মৃতি লিখতে গেলেই খারাপ স্মৃতিগুলোই মনে আসে, আমার মনে হয় আজ আর লিখা হবে না।
সূচনা লিখতে লিখতেই আমি এমন কিছুদিনের মাঝে হারিয়ে গিয়েছিলাম, যা শুধু অনুভব করা যাবে আসলে লিখা যাবে না। লিখার চেষ্টা করার আগে কিছু কথা রইলো বাকি। সেগুলো গুছিয়ে লিখার মত আমার হয়ত সেই হাত নেই, তারপরও মনে হতে পারে আগা নাই মাথা নাই কি পাগলের প্রলাপ বকছি। আমি আমার মতই লিখে দিচ্ছি। কারো নাম প্রকাশে আমি ইচ্ছুক নই, তাই হয়ত আমি সে ও ইউজ করবো। আসলে গল্প লিখা সহজ কিন্তু নিজের কিছু সুখের কথা শেয়ার করা অনেক জটিল একটা কাজ বুঝতে পারছি নিজে লিখতে বসে।
সুখ স্মৃতিগুলো না হয় আরেকদিন বলব।
রণাঙ্গন থেকে বলছি
১৫/১১/২০১৩
পরের ব্লগগুলো পড়তে পারেন-
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে-২
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৩
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৪
“দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল” কথাটা কেমন জানি লাগলো আমার নিজের কাছেই। যারা আমার খুব কাছের মানুষ (২/৪ জন) তারা বিষয়টা প্রথম লাইন পড়েই বুঝবে, আমি কার কার কথা বলছি। অনেকে ভাববে আমি হয়ত বিশ্ব প্রেমিক।
একজন বলেছে আবার- “একজন ছেলে কয়টা মেয়েকে ভালবাসতে পারে?” প্রশ্নটা আসলেই আমাকে কয়েকদিন ভাবিয়েছে, যে আমাকে কথাটা বলেছে সে আবার আমার দুইজন সাবেক প্রেমিকাকে চিনে ফেলেছে! এপিক। তার সাথে আমার কথা হল ৯ বছর পর, এই ৯ বছরে সে আমাকে ভুলেই গিয়েছিল, তাকে লাস্ট মনে করিয়ে দেবার পর মাঝের ৯ বছরের কাহিনী শুনালাম তার পরপরই তার এই স্বর্গ-উক্তি।
অনেকে আমাকে গালিও দিয়েছে দ্বিতীয় প্রেমে পড়ার জন্যে, গরম গরম কথা বলি, কাল তো আমার কাছের একজন বলল- তুই আর প্রেমে পড়লে আমি ভাববো তুই “অমানুষ”। হাসলাম অনেক কথাটা শুনে, আসলে কিছু কথা আমাদের বাচঁতে শিখায়, আমার ভালো চায় দেখেই সে এই “অমানুষ” কথাটা বলেছে, সেটা আমিই জানি কারন আমাকে বলার মত কিছু আর তার অভিধানে নেই, আমার দুইটা প্রেমের কাহিনী যে জানে যে দেখেছে তার এই কথাই বলাই স্বভাবিক, একটা মানুষ কতটুকু ভালবাসা দিলে ভালবাসা টিকে থাকে সেটা এখন আমার এনালাইসিসের পর্যায়ে পড়ে গিয়েছে। কিছু কিছু কথা মনে করতে চাই না, তার পরও নিবিড় জনারণ্যে, শুধু তোমার জন্যে কিছু কথা কখনো হয়নি বলা। তাই আজ লিখতে বসা।
অনেকেই হয়ত শুনবেন দ্বিতীয় প্রেম প্রথম প্রেমের পর! আমারটা আবার অন্যরকম। “দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল” নাম উল্লেখ না করে আমি আমার কিছু স্মৃতির কথা বলে যাবো। যা আমার মনের কিছু কথা থাকবে। কারো জন্যে আমার এই লিখা নয়। আমি ট্রাভেল করি, ট্রাভেল নিয়ে লিখি এই সুডু ব্লগে, অনেকে হয়ত ভাববে আমার বাড়ীঘর আসলেই হয়ত বন-জংগলেই। আমার ইচ্ছে ছিল না আজ সুডু ব্লগে নিজের এই কথাগুলো প্রকাশ করা, কনফেশান নিয়ে কিছুদিন আগে বেশ হইচই হল, দেখতাম আর হাসতাম, নাহ আমার কনফেশান আবার ক্রাশ নামক কিছু নয়, অনেকে যেমন গাইতে গাইতে গায়েন হয়- তেমনি আমার কাছে নিজেকে মনে হয় মাঝে মাঝে ভালবাসার সব অলিগলিই আমার নিজের জানাগুনা আছে, এরপর কি হবে না হবে সেটা আমি ধরে ফেলতে পারি, সহজাত গুন কিনা জানি না। কেউ কেউ আমাকে ভালবাসা নিয়ে কিছু বললে আমি বলে দেই দেখিস ও এরকম করবে, এরকম বলবে। ২/১ দিন পর ঠিকই যেই কথা সেই কাজ। আবার উলটা রিএক্টের কাহিনীও ঘটে। কিন্তু আগেই বলেছি যেহেতু অলিগলি আমার চিনা, সো কিছু তো কমন পড়বেই। আমি একক ভাবে কাউকে আজ দোষ দিব না। এসেছি কিছু সুখের কথা বলতে। দোষ দিতে নয়।
বনের গহীনে যাবার কারন আমার অনেক, অনেকদিন পর আমার হটাৎ কয়েকদিন থেকেই মনে হচ্ছে লিখে ফেলি, কারন কিছুদিন ধরেই সেই মনের মাঝে আমার বার বার খচখচ করছে আমি কি লিখবো নাকি সেইসব কথা। অনেক দিনই হয়ে যাচ্ছে এক সময় আমি চিঠি লিখতাম। সেই লিখা গুলো ফেরত পেলে হয়ত আজ অনেক ভালো লাগতো। জানি সেগুলো আর ফেরত পাবো না। কিছু শেয়ার করতে পারতাম। চিঠি আর লিখা হয়নি সেই মোবাইল যেদিন থেকে হাতে পেলাম। আমার সুখ স্মৃতি লিখতে গেলেই খারাপ স্মৃতিগুলোই মনে আসে, আমার মনে হয় আজ আর লিখা হবে না।
সূচনা লিখতে লিখতেই আমি এমন কিছুদিনের মাঝে হারিয়ে গিয়েছিলাম, যা শুধু অনুভব করা যাবে আসলে লিখা যাবে না। লিখার চেষ্টা করার আগে কিছু কথা রইলো বাকি। সেগুলো গুছিয়ে লিখার মত আমার হয়ত সেই হাত নেই, তারপরও মনে হতে পারে আগা নাই মাথা নাই কি পাগলের প্রলাপ বকছি। আমি আমার মতই লিখে দিচ্ছি। কারো নাম প্রকাশে আমি ইচ্ছুক নই, তাই হয়ত আমি সে ও ইউজ করবো। আসলে গল্প লিখা সহজ কিন্তু নিজের কিছু সুখের কথা শেয়ার করা অনেক জটিল একটা কাজ বুঝতে পারছি নিজে লিখতে বসে।
সুখ স্মৃতিগুলো না হয় আরেকদিন বলব।
রণাঙ্গন থেকে বলছি
১৫/১১/২০১৩
পরের ব্লগগুলো পড়তে পারেন-
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে-২
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৩
কিছু কথা বলছি শুধু “আমার” জন্যে -৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন