চুমু খাওয়া বা বুকের উপর পড়ে থাকাটা ভালবাসার অংশ হলেও আরো কিছু স্পর্শ আছে যা তোমাকে শুন্যে ভাসিয়ে নিয়ে যাবে। যার অর্থ শুধু কামনা না, ভালবাসি তোমাকে। প্রচন্ড ভালবাসি।
তোমার ভালবাসার মানুষটা যখন তোমার সামনে শাড়ি পড়া, তার পেছনে দাঁড়িয়ে আঁচল সরিয়ে পিঠে একটা চুমু খাওয়ার মানে জানো? তোমার চুমু তাকে বলে দিচ্ছে তুমি তার ভরসা। তোমার ঠোঁট তার পিঠ ছুতেই সারা শরীর কেঁপে উঠবে। সে জানবে তার সামনে হাজার বাঁধা এলেও তার পিঠের উপর তোমার নিশ্বাস আছে। এক রাশ ভরসা দিয়ে তুমি তাকে আগলে রেখেছ।
তোমার ভালবাসা যখন তোমার সামনে স্লীভ লেস ব্লাউজ পড়া, তুমি তখন তার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখ। বাহুতে নাক ঘষে দাও। হাতের তালুতে পুরো হাত টা ছুঁয়ে দাও। এর মানে কি জানো? সে তোমার আমানত। তোমার সর্বস্ব জুড়ে শুধুইই সে ।
হাতের উলটো পিঠে চুমু খাওয়ার মানে জানো? ইউ আর মাই প্রিন্সেস। নট আই যাস্ট লাভ ইউ। আই রিস্পেক্ট ইউ মোর।
পেটের উপর নাভির ডান পাশে চুমু খাওয়ার মানে জানো? আমার অস্তিত্ব তোমার মাঝে। আমি স্বামী, আমি বাবা, আমি সংসার।
ঘাড় থেকে চুল সরিয়ে কানের পেছনে চুমু খাওয়ার মানে জানো? প্রচন্ড আদর চাই। তোমার ভালবাসার তাপে চোখের সামনে আমি আইস্ক্রিমের মত গলে যেতে চাই।
হাতের উপর শুইয়ে দিয়ে গলার ঠিক মাঝ খানে চুমু খাওয়ার মানে জানো? আজ তোমায় স্বর্গ দেখিয়ে দিব ।
দুহাত দিয়ে গাল চেপে নাকে নাক ঠেসে ধরার মানে জানো? মানে হচ্ছে পাগলী একটা। আমার ভালবাসার পরী।
কোমড়ের উপর পিঠের ঠিক নিচে একদম মেরুদন্ড বরা বর চুমুটা কি বলে জানো?
আমি তোর রাজা এ রাজ্যে রানী শুধু তুই.........
আর যদি কাওকে ভালবেসে খুন করতে চাও তাহলে, মুখো মুখি সামনে গিয়ে দাঁড়াও। কপালের উপর সিথী বরাবর ঠিক দুই ভুরুর মাঝে ঠোঁট লাগিয়ে পড়ে থাক অনন্তকাল। মাথা তুলে দেখবে জলে ভরা এক জোড়া চোখ কি পরম শ্রদ্ধায় তাকিয়ে আছে তোমার দিকে।
তোমার ভালবাসার মানুষটা যখন তোমার সামনে শাড়ি পড়া, তার পেছনে দাঁড়িয়ে আঁচল সরিয়ে পিঠে একটা চুমু খাওয়ার মানে জানো? তোমার চুমু তাকে বলে দিচ্ছে তুমি তার ভরসা। তোমার ঠোঁট তার পিঠ ছুতেই সারা শরীর কেঁপে উঠবে। সে জানবে তার সামনে হাজার বাঁধা এলেও তার পিঠের উপর তোমার নিশ্বাস আছে। এক রাশ ভরসা দিয়ে তুমি তাকে আগলে রেখেছ।
তোমার ভালবাসা যখন তোমার সামনে স্লীভ লেস ব্লাউজ পড়া, তুমি তখন তার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখ। বাহুতে নাক ঘষে দাও। হাতের তালুতে পুরো হাত টা ছুঁয়ে দাও। এর মানে কি জানো? সে তোমার আমানত। তোমার সর্বস্ব জুড়ে শুধুইই সে ।
হাতের উলটো পিঠে চুমু খাওয়ার মানে জানো? ইউ আর মাই প্রিন্সেস। নট আই যাস্ট লাভ ইউ। আই রিস্পেক্ট ইউ মোর।
পেটের উপর নাভির ডান পাশে চুমু খাওয়ার মানে জানো? আমার অস্তিত্ব তোমার মাঝে। আমি স্বামী, আমি বাবা, আমি সংসার।
ঘাড় থেকে চুল সরিয়ে কানের পেছনে চুমু খাওয়ার মানে জানো? প্রচন্ড আদর চাই। তোমার ভালবাসার তাপে চোখের সামনে আমি আইস্ক্রিমের মত গলে যেতে চাই।
হাতের উপর শুইয়ে দিয়ে গলার ঠিক মাঝ খানে চুমু খাওয়ার মানে জানো? আজ তোমায় স্বর্গ দেখিয়ে দিব ।
দুহাত দিয়ে গাল চেপে নাকে নাক ঠেসে ধরার মানে জানো? মানে হচ্ছে পাগলী একটা। আমার ভালবাসার পরী।
কোমড়ের উপর পিঠের ঠিক নিচে একদম মেরুদন্ড বরা বর চুমুটা কি বলে জানো?
আমি তোর রাজা এ রাজ্যে রানী শুধু তুই.........
আর যদি কাওকে ভালবেসে খুন করতে চাও তাহলে, মুখো মুখি সামনে গিয়ে দাঁড়াও। কপালের উপর সিথী বরাবর ঠিক দুই ভুরুর মাঝে ঠোঁট লাগিয়ে পড়ে থাক অনন্তকাল। মাথা তুলে দেখবে জলে ভরা এক জোড়া চোখ কি পরম শ্রদ্ধায় তাকিয়ে আছে তোমার দিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন