বন্ধুত্ব নিয়ে আগেরদিন যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করি। আজকে কিছু নমুনা দিব বন্ধুত্বের। দেখবেন আপনার সাথেই অনেক কিছু মিলে যাবে। আবার ফেইসবুক ফেক বন্ধুদেরও আজকে খুঁজে পাবেন আশা করি। আপনার আমার অনেক বন্ধু আছে, কেউ কাছের কেউ কাছে থেকেও দূরের, আবার কেউ দূরের কিন্তু এত কাছের মানুষ যা কল্পনাতেই ভাবা যায়। ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে কথাটা আমার কাছে দুই পয়সার দাম নাই। ফ্রেন্ড ফ্রেন্ডই। হুম তবে এটা ঠিক একটা খারাপ সময়ে ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা হলে খারাপ লাগাটা কেটে যায়। এক সময় বন্ধু মানে বুঝতাম না। পরে খেয়াল হল বন্ধু সবাই হয় না। ১০০/১৫০ জনের মাঝে ১/২ জন থেকে যায়। আমি সেটা আগেই বলেছি। আমার এমন কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমার দেখা হয়নি আজ পর্যন্ত। দেখা হবে কিনা সেটাও জানি না। কিন্তু এমন কোন দিন নাই যে তাদের সাথে ভাবের আদান প্রদান হয়নি। ওই যে একটা কথা বলছিলাম ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে সেটা কিন্তু নয়। আবার কিছু কিছু ফ্রেন্ড এর সাথে আমার আজকে পর্যন্ত ১/২ বার দেখা হয়েছে। তারপরও তো ফ্রেন্ডশিপ টিকে আছে, থাকবে। ...