বন্ধু। একটা শব্দ
যার মিনিং অনেক বড়। হ্যা বন্ধুদের নিয়ে আজকে ভাবতে বসলাম, ভাবলাম জীবনের তো এত
গুলো বছর পার করে দিলাম, কি পেলাম কি দিলাম তাদের? অনেকে ভাববেন বন্ধুত্বে আবার
চাওয়া পাওয়া কি? নিস্বার্থ বন্ধুত্ব হবার কথা, কি সব চাওয়া পাওয়া থাকবে এই
হালখাতায়? সেটা আমিও ভেবেছি, আমার জীবনে বন্ধু অনেক এসেছে, গিয়েছে, জ্বলে পুড়ে
কিছু রয়েও গিয়েছে, কয়েক দিন আগে এক ভাই দেখলাম ফেইসবুকেই লিখলো ২৬/২৭ বছরে এসে
নতুন করে কারো সাথে বন্ধুত্ব করা আসলেই টাফ।
যেই বয়সটা আমরা পার
করছি এখানে কেউ বিয়ে করে সংসার করছে, কেউ কেউ আব্বা আম্মাও হয়ে গিয়েছে, কেউ এখনো
পড়ছে, কেউ চাকরি করছে, কেউ প্রমোশান পেয়ে অনেক বড় পোস্টে চলে গিয়েছে, কেউ জুনিয়র রয়ে
গিয়েছে, কেউ এখনো বেকার, কেউ বিদেশ যাবার ট্রাই করছে, কেউ করছে ব্যবসা, কেউ
ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, কেউ বা চলে গিয়েছে দুনিয়া ছেঁড়ে।
বন্ধুত্ব শুরু হয়
জন্মের পর থেকেই মা বাবার সাথে থেকে, তারপর খেলার বয়স থেকে, পাড়ায় খেলার সময় এলাকা
থেকে কিছু পাশের বাড়ির বন্ধু বের হয়, স্কুলে গেলে ১০ বছরে অনেক বন্ধু হয়, কলেজে ২
বছরে নতুন কেউ আসে, আবার সেই বন্ধুত্ব পাকা হবার আগেই কলেজ ছাড়া লাগে,
ইউনিভার্সিটিতে গেলে ৪/৫ বছরে অনেকেই আসে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে একই ব্যাচের
সবার সাথেই ৪ বছর কাটিয়ে দেয়া লাগে, আবার প্রাইভেট হলে বিভিন্ন ব্যাচের সাথে কোর্স
মিলে গিয়ে সিনিয়র জুনিয়র ফ্রেন্ড হয়ে যায়। এই পরিক্রমা শেষ করে যখন চাকরি জীবনে
ঢুকি তখন কলিগের মাঝ থেকেই কিছু বন্ধু হিসেবে এগিয়ে আসে।
এর পর বিয়ে শাদি,
নিজের বাচ্চা কাচ্চা নিয়ে হেন তেন করতে করতে শেষ বয়সে দেখা যায় নিজের বউ-ই একমাত্র
বন্ধু। কথা বলার যখন আর কেউ থাকে না তখন একজনই থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন