দীর্ঘ পাঁচ বছর টিউশনির সারাংশ হলো,তুমি যেই বাসার সামনে পনের মিনিট দাড়ায় থাকার পর ঘরের মিনিমাম ৩জন মানুষ দরজার ফুটা দিয়ে দেখে ভেতরে গিয়ে চিল্লায় বলবে,"বুয়া,মারিয়ার 'ঠিচ্যার' এসেছে।'ডোউর' টা খুলে দাও তো"
ওই বাসায় টিউশনি করানোর চেয়ে এই বাসায় পড়ানো টা অনেক গুণ আন্তরিক এবং আনন্দদায়ক। যেই বাসায় নক করার সাথেই দরজা খুলে দিয়ে ছাত্রের মা ডাক দিবে,"ওডা ইরফাইন্যা তোর মষ্টর আইস্যে দে,ফ্রিজের তুন ঠান্ডা ফানির বোতল উগ্যা বাইর গরি দে"।
ওই বাসায় টিউশনি করানোর চেয়ে এই বাসায় পড়ানো টা অনেক গুণ আন্তরিক এবং আনন্দদায়ক। যেই বাসায় নক করার সাথেই দরজা খুলে দিয়ে ছাত্রের মা ডাক দিবে,"ওডা ইরফাইন্যা তোর মষ্টর আইস্যে দে,ফ্রিজের তুন ঠান্ডা ফানির বোতল উগ্যা বাইর গরি দে"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন