এক দিন সন্ধ্যায় আমি অফিস করছিলাম, তুমি আমাকে ফোন করে বললে তোমার মন খারাপ। আমি বার বার জিজ্ঞাসা করেও বুঝতে পারছিলাম না কেন কি হল তোমার। চেষ্টা করলাম অনেক ভাবেই জানার জন্য- নাহ শেষে ফোনটা রেখে দিবো সেই সময় জানালে- কাল দেখা করতে পারবে? আমি বলি তুমি যা বলেছ বুঝে বলেছো? ও বলে হুম, দেখ না আসতে পারো কি না? রিলেশনটা হবার পর এই প্রথম দেখা হবে, তাও আবার হটাত করে এভাবে চিন্তা করিনি। রাতে আর জানাই নি আমি রওনা দিচ্ছি। ছুটি ছাটা ম্যনেজ করে রাতের গাড়ি শ্যামলী আলফা ১ টিকেট কাটলাম ঢাকা টু চট্রগ্রামের উদ্দেশ্যে। সকালে ভোর বেলা বাস থেকে নেমেই দিলাম কল- -কই তুমি? ও বলে -আমি ঘুমে। তুমি নাস্তা খাইছো? আজ অফিস নাই? সকালে ফোন দিলে যে আজ? আমি বলি কাল রাতের মন আজ সকালে ভালো হয়ে গেছে? ও বলে- হুম মন কাল খুব খারাপ ছিল তাই অনেক মিস করেছিলাম। আমি বলি -তাহলে আমি চলে গেলাম ঢাকা টা টা। ও এই কথা শুনে ও লাফ দিয়ে বিছানা থেকে উঠেছে তা আমি ফোনেই বুঝতে পারি। যাই হোক টাইম পাস করার জন্যে তার বাসার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি সে বের হচ্ছে। আমাকে দেখেই সেই কি দাঁত কেলানী হাসি। হা হা আমি বলি নাস্তা খাইছো...