সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখের সংজ্ঞাটা দিবেন কি

আপনার কি কন্যা সন্তান আছে? তবে আপনাকেই বলছি। শুনুন প্লিজঃ প্রিয় কন্যা সন্তানের পিতা/মাতা, আপনার কন্যা দেখতে যেমন ই হোক, যেমন ই হোক তার শারীরিক গঠন বা উচ্চতা... আপনার কাছে নিশ্চয়ই সে একজন রাজকন্যা। আপনার এই রাজকন্যাকে বড় করেন কত না ভালোবাসায়। কাঁথা জড়িয়ে তাকে প্রথমবার কোলে নেওয়ার দিনটা যেমন আপনাকে কাঁদায়, একটু দেরীতে ঘরে ফিরলে তার চিন্তা আপনাকে তেমন ই ভাবায়। অজানা ভয়, শঙ্কা আর আপনার এক গুচ্ছ সপ্ন নিয়ে বড় করেন আপনার রাজকন্যাকে।  সে রাজকন্যা বড় হলে তাকে অন্য রাজত্বে পাঠিয়ে দিতে হয়। এটাই নিয়ম। কোন এক রাজপুত্র এসে নিয়ে যায় আপনার রাজকন্যা।  মা/বাবা, সেই রাজপুত্র নির্বাচনে প্রথমেই কেন তার আর্থিক অবস্থা দেখেন? কেন দেখেন তার বাবার টাকা আছে কিনা? দেখতে ভালো রাজপুত্র মানুষ ও ভালো এমনটা কেন ভাবেন আপনারা? হ্যা, অবশ্যই বলবেন, চাই যেন আমার রাজকন্যা সুখে থাকে। সমাজে নিজের স্বামীকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।  তবে একটু আমাকে সুখের সংজ্ঞাটা দিবেন কি?   সুখ মানে কি আভিজাত্য। দামী শাড়ি, গয়না, টাকা, পয়সা!!!! যদি তা হয় তবে সেগুলো তে আপনি নিজেই করতে পারেন আর যদি ...

ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই

এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, 35 তম বিসিএস প্রিলি হয় নাই।  35 তম বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা। কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে সান্তনা । ভাইটাও এখন সান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ..... আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে। .......

পরগাছা কন্যাগণ

কন্যাগণ, যদি তোমরা এমন কোন ছেলেকে বিবাহ করিবার আশা পোষণ করিয়া থাকো, যাহাকে আজকে সমাজে সবাই সফল বলিয়া চিনিয়াছে, যে নিজের অদম্য চেস্টায় নিজের আজকের অবস্থানে পৌছিয়াছে, তবে অবিলম্বে সে আশা বাদ দাও। তোমাদের মাঝে এমন অনেক নমুনা আছে যারা কিনা সারাজীবন তাহাদের পিতার কল্যানে ভোগবিলাসে জীবন কাটাইয়া বিবাহের কালে আসিয়া এমন পাত্র খোজে যাহারা কিনা তাহাকে অধিকতর আরামে রাখিতে পারিবে। যে কন্যার একটা ছোট শহরে নিজে চলার যোগ্যতা নাই তাহাকেও দেখা যায় নিউইয়র্ক কিংবা টেক্সাসের মত শহরে গিয়া তাহার ব রের ঘাড় ভাঙিয়া খাইতে আর ফুটানি দেখাইতে। তোমাদের মত সুবিধাবাদী কন্যাগণের জন্য এখনও অনেক নির্বোধ পাণিপ্রার্থী সমাজে খুজিয়া পাওয়া যায় বলিয়াই তোমরা এখনও টিকিয়া আছো। তবে আশার বিষয় হইল সেসব নির্বোধদের সংখ্যা অচিরেই কমিয়া আসিবে। শেষকথা হইল যে, যদি নিজের জীবনে সুযোগ্য কাউকে চাও, তবে নিজেকেও তাহার যোগ্য করিয়া গড়িয়া তোল। শুধু নিজের চামড়ার রঙ আর বাতুলতা দিয়ে আর কতকাল চলিবে? আর কারো সামনে না হোক, আয়নার সামনে দাড়াইয়া তো নিজের ওপর নিজেরই লজ্জা হওয়া উচিত। আর কতকাল পরগাছা হইয়া বাচিয়া থাকিবে? -Reza Chowdhury

ভালবাসার প্রকারভেদ-১

ভালবাসা নাকি দুই প্রকার। জানতাম না আজকে শিখলাম। ১. Personal Attachment Related Love/ Emotional Love ২. Calculative Love Uncommon কিছু শুনলে সেটার ব্যপারে স্ববিস্তারে জানার আগ্রহ হতেই লাগলো, তারপর ভাবতে লাগলাম নাহ, এটা নিয়ে আরো পড়াশুনার দরকার আছে। তো প্রকারভেদ গুলোর সংজ্ঞা এখনো analysis এর পর্যায়ে আছে।  তো আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্ব শুনার আমন্ত্রন নিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন। Hello ফ্রান্স, ফিরে এলাম তোমাদের মাঝে আবার। যেতে না যেতেই মনে পড়ে গেলো  Personal Attachment Related Love/  Emotional love আর ক্যাল্কুলেটর লাভ স্যরি   Calculative Love    কাকে বলে! তো ব্যাপারটাকে লাভ মাতার  সংজ্ঞায়  যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এক কথায় শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান! তো চলে আসি আমরা মূল প্রসঙ্গে- Personal Attachment Related Love/  Emotional love : যে ভালবাসা বর্তমান / ভবিষ্যৎ চিন্তা না করেই হয়ে যায় ,  সেই ভালবাসা হওয়ার পেছনে মানুষের কোন হাত থাকে না তাই ইমোশনাল লাভ।   এখানে উল্লেখ্য ...

Why did Kattappa kill Baahubali?

The story rewinds to the days when Amarendra Bahubali started ruling the kingdom. While Bahubali made many people reforms a nd solely enjoyed the people’s respect , Bhallala Deva / Palvaalthevan , the War Commander risked his life in indulging all kind of war activities. In the events of time he became a true monster and was in the serious quest of becoming the king of Makizhmathi/Mahishmathi. Though Sivagami felt rightful to her decision by witnessing the prosperity of Makizhmathi in Bahubali's reign it was her heart of a mother that lost peace on seeing her biological son Palvaalthevan totally overshadowed by Bahubali. Days go past and It was acknowledged that a neighboring kingdom is forming allies with other small kingdoms to take down Makizhmathi as it possessed a huge potential threat to all other kingdoms. Palvaalthevan ,as the commander in chief was ordered to carry a secret mission to kill the War commander and the King of the neighboring kingdom to stop the war....

বন্ধু-৪

জন্মের পর থেকেই আব্বু আম্মু সেই ছায়া দিয়ে বড় করেছেন , একটু বয়স হবার পর থেকে বড় বোনকে পেয়েছি বন্ধু হিসেবে । অনেক কিছুই মনে করতে পারছি না ।   তারপর বড় হতে হতে অনেক যায়গায় যেতে হয়েছে , আব্বুর সরকারি চাকরির সুবাদে আমার স্কুল পরিবর্তন করতে হয়েছে , অনেক যায়গায় নতুন বন্ধু পেয়েছি। অনেক অনেক স্মৃতি । " নোয়াখালি - দাগনভুইয়া - ফেনী - ঢাকা - চট্রগ্রাম " কারো নাম উল্লেখ করবো না। সবাই নিজেকে নিজের যায়গায় চিনে নাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস সবখানেই কিছু খাসদিলের বন্ধু ছিল এবং থাকবেই - চিন্তা করো কে কখন কার বন্ধু হয়ে গিয়েছো। আমিও চিন্তা করি কে কোনখান দিয়ে যেন বন্ধু হয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে মনে হয় ফেইসবুকের জামানায় বন্ধুত্ব অমলীন । বন্ধুত্বের শেষ নেই , জীবনের শেষ সময় গিয়েও হয়ত অনেক দূরের কোন বন্ধুকে হয়ত পেয়ে যাবো অনেক আপন করে ।

বন্ধু-৩

বন্ধুত্ব নিয়ে আগেরদিন যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করি। আজকে কিছু নমুনা দিব  বন্ধুত্বের। দেখবেন আপনার সাথেই অনেক কিছু মিলে যাবে। আবার ফেইসবুক ফেক বন্ধুদেরও আজকে খুঁজে পাবেন আশা করি।  আপনার আমার অনেক বন্ধু আছে, কেউ কাছের কেউ কাছে থেকেও দূরের, আবার কেউ দূরের কিন্তু এত কাছের মানুষ যা কল্পনাতেই ভাবা যায়। ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে কথাটা আমার কাছে দুই পয়সার দাম নাই। ফ্রেন্ড ফ্রেন্ডই। হুম তবে এটা ঠিক একটা খারাপ সময়ে ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা হলে খারাপ লাগাটা কেটে যায়। এক সময় বন্ধু মানে বুঝতাম না। পরে খেয়াল হল বন্ধু সবাই হয় না। ১০০/১৫০ জনের মাঝে ১/২ জন থেকে যায়। আমি সেটা আগেই বলেছি। আমার এমন কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমার দেখা হয়নি আজ পর্যন্ত। দেখা হবে কিনা সেটাও জানি না।  কিন্তু এমন কোন দিন নাই যে তাদের সাথে ভাবের আদান প্রদান হয়নি। ওই যে একটা কথা বলছিলাম  ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে সেটা কিন্তু নয়। আবার কিছু কিছু ফ্রেন্ড এর সাথে আমার আজকে পর্যন্ত ১/২ বার দেখা হয়েছে। তারপরও তো ফ্রেন্ডশিপ টিকে আছে, থাকবে।  ...

বন্ধু-২

বন্ধু নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না আপাতত, তাই আরেক দফা নিয়ে বসলাম আজকে। তো বন্ধুদের কে কেমন হয় তার কিছু নমুনা আজকে দিবো, কিন্তু ব্যবহারিক দিক দিয়ে বন্ধুত্বের তুলনা করলে কয়েক হাজারবার চিন্তা করা লাগবে নিজে কি করেছি বন্ধুদের সাথে।  আমি সহজ বাংলায় বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, তাই আমার লিখা সাধারণ। কথা গুলাও সাধারণ হয়ে থাকে। আমার কাছে বন্ধুত্ব অনেক কিছু, এটা কিসের সাথে তুলনা দেয়া যায় জানা নেই আমার।  ইদানিং কিছু কিছু বন্ধুরা দূরে সরে গিয়েছে, আবার নিজেই কারো সাথে দূরত্ব বজায় রেখে নিজে চলছি, কেউ সময়ের কারনে বন্ধুত্ব রক্ষা করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে ঠিকই খোঁজ খবর নেয়, তখন নিজের কাছেই লজ্জা লাগে আমিও তো খবর নেই নাই।   আমার নিজের কথা বললে আমি ইউনিভার্সিটিতে যার সাথে কোনদিন কোন ক্লাস করি নাই, কথা বলি নাই, দূর থেকে দেখতাম, সে একটা সময় আমার কলিগ প্লাস বন্ধু হয়ে যাবে ভাবি নাই, আবার পুরাতন চাকরি ছেঁড়ে নতুন চাকরিতে আসার পর কিছু কলিগ বন্ধু হয়ে যাবে সেটাও ভাবি নাই।  আমার কিছু ট্রাভেলমেট আছে যাদের সাথে আমি নিজে গিয়ে সেইফ ফিল করি, আরাম পাই, মজা পাই। মজায় ম...

Baahubali: The Conclusion - Plot Summary

Baahubali - The Conclusion Baahubali The Conclusion: As Baahubali-the beginning ends with the betrayal of Kattappa to Amarendra Baahubali, it is now being predicted that Sivagami orders Kattappa to Kill Baahubali since he married Devasena without her consent. After Baahubali's love and marriage with Devasena, differences between Baahubali and Sivagami creates space for Bhallaladeva and how he betrays Baahubali and Sivagami to acquire the throne is the rest of the story which is to be followed by revenge of Shivudu and Devasena on Bhalladeva.

Baahubali: The Beginning - Plot Summary

Baahubali: The Beginning Plot Summary When Sanga and her husband, part of a tribe living around the province of Mahismathi, save a drowning infant, little do they know the background of the infant or what the future holds for him. The kid grows up to as Shivudu, a free-spirit wanting to explore the mountains and in the process learns of his roots and then realizes the whole purpose of his life and ends up confronting the mighty Bhallala Deva! It's a tale of two cousins in the Kingdom of Mahispati, India. Balla fights his way with ccousin Bahuballi for the throne. Young Sivudu grows in the tribes and travels to the distant lands above the waterfalls to fall in love with the beautiful Tamana, the tribal warrior and helps in her quest to rescue Devasena a prisoner from the claws of King Balla.In this quest he finds out that the legendary King Bahuballi is his father and Devasena the prisoner is his mother from the slave commander in chief katappa of King Balla. Ka...